দয়াল তুমি অভিমান কেন করলা!
মসজিদ, মন্দির, গির্জা ঘরে লাগাই দিলা তালা।
নাদান আমরা সবই বুঝি,
তোমারই সব লীলা। (ঐ)


এমনভাবে মারলা দয়াল,
এমনভাবেই মারলা,
আপনজনকে শেষবেলাতেও,
কাছে আসতে না দিলা। (ঐ)


তোমার অভিমানে আছে বড়ই তেজ,
দয়াল তোমার অভিমানে আমরা তো সব শেষ।
দয়াল তুমি অভিমান ভুলো এইবেলা,
বড়ই অসহায় আমরা বন্ধ করো এই খেলা। (ঐ)


রচনাকাল - ২৫/০৩/২০২০ ইং, ঢাকা।