তোমায় আমি খোঁজে মরি হাজার লোকের ভীড়ে।
কোথায় তুমি?
খোঁজে এলাম শংখ নদীর তীরে।
চিম্বুক চূড়ায় দাড়িয়ে আমি তোমার নামে ডাকি।
মিথ্যে বলে দিয়েছ নাকি,
শুধুই মোরে ফাঁকি।
সবুজ শ্যামল পাহাড় ঘেরা স্বপ্নপুরীর দেশে।
তোমার থাকার কথা ছিল,
নিঃসংগ বেশে।
তাইতো আমি এলাম ছুটে তোমায় পাবার আশে।
প্রকৃতিতে জুড়াও হিয়া,
একলা পারে বসে।
দোষ কি বল হল তাতে থাকলে আমি পাশে।
দাওনি সাড়া ডাকে আমার,
কষ্টেরা সব হাসে।
তবুও তোমায় খোঁজে মরি পাহাড় ঘেরা বনে।
কষ্টগুলো বুকে চেপে,
স্বপ্ন ভরা মনে।
ক্লান্ত আমি আর পারি না দাও গো দেখা এসে।
তোমায় আমি বুকে নেব,
শান্তি অবশেষে!