আমি তাবরেজের হয়ে বলছি "জয় শ্রীরাম",
ফিরিয়ে দে তোরা তাবরেজের প্রাণ।
আমি মুসলিম হয়েও বারবার বলছি "জয় শ্রীরাম",
ভগবান রাম তাবরেজের সাথে যে অন্যায় হয়েছে আপনি তার বিচার করে যান,
হে ভগবান!
জানি ওদের কর্মকাণ্ডে আপনিও লজ্জা পান,
তবুও দাবি আমার এবার আপনি ওদের একটা শিক্ষা দেন।
তাবরেজ প্রথমত মানুষ ছিলো,
অতঃপর মুসলমান।
মরতে মরতে বলতে বাধিত হয়েছে "জয় শ্রীরাম",
তাই এই অন্যায়ের বিচার আপনার কাছেই চাইলাম।
জয় শ্রীরাম,
এই বিচার ধরাধামে নাহলে তুমি কিসের ভগবান!
এই অন্যায়ের প্রতিবাদে জাগো বাঁচাও নিজের মান।


- ২৬/০৬/২০১৯ইং, ঢাকা।