সীমাহীন কষ্টে,
নিজের ব্যর্থতা স্পষ্ট হয়।
অভিযোগ থাকে না কারও বিপক্ষে,
অভিযোগ থাকতেও নেই।


হালকা পাতলা কষ্টে,
অবুঝের মতো হাজারো অভিযোগ থাকে।
নিজের ব্যর্থতা চাপা থেকে যায়,
অভিমান ভালবাসা জমায়।


আমার অভিযোগ নেই,
অভিযোগ করার ইচ্ছেটা দমিত সেই কবেই।
আর কোন অভিযোগ নেই,
অভিযোগ জমা থাক কবিতার পাতাতেই।


রচনাকাল - ১৭/০৮/২০১৯ইং, ঢাকা।