হীরে, মোতি, পান্না যদি, হতে পারে দামী!
তার'চে দামী মা যে আমার, বলতে পারি আমি।
লক্ষ, কোটি মাইল দূরে, চলেও যদি যাই,
এক নিমেষে মাকে আমার, ঠিকই খুঁজে পাই।


খোকন বলে মা মনিটি, যখন আমায় ডাকে,
তখন কি আর অন্যদিকে, মনটা আমার থাকে।
মোটেই না, মোটেই না, মা যে আমার লক্ষী,
মায়ের ডাকে শেষ হয়ে যায়, সব ঝামেলা ঝক্কি।
মায়ের দামের সাথে কারো, তুলনা কি হয়!
জীবন পেলাম মায়ের দানে, মা'ই যে জীবনময়।