তুমি কি হিংস্র জানোয়ার! নাকি ফুল পরী!
যেভাবে একবার আমার হৃদয়ে আঘাত করলে!
আবার ছিন্ন করলে নিজের মতোই,
রক্তাক্ত কঠোর তোমার বিচরণ।
তাতে তোমাকে আর কিভাবে বলি মানবী!


তুমি কি চোর! নাকি রক্ত চোখের ডাকাত!
যেভাবে মনের মন্দিরে চুপিসারে বিচরণ করো!
আবার বুকের সিন্দুকে কুঠারাঘাত করো।
কঠোর কঠিন নীরব পদচারনা!
তাতে কিভাবে তোমায় প্রিয় মনে করি!