শাহনাজ, আদুরে সোহাগী ডাকনাম শানু, আমার প্রিয় শানু আপা,
জীবন প্রবাহের স্মৃতির পাতায়, বিশাল মায়ার অক্ষরে ভালবাসায় ছাপা।
কেন জানি বারবার এই নামটি পিছু ডাকে, ফিরে আয় সেই সোনালী দিনে,
সবুজের বুকে মমতা সিক্ত বিকেল, ভালবাসার সময় কেটেছে মমতার ঋণে।
জীবনের গতিময়তার তাগিদে, আজ আমি ব্যস্ত নগরী পাষাণ পাথুরে ঢাকায়,
আমার মায়ার ভালবাসা, গাঁয়ের বধু, বাংলার ঐতিহ্যের সুবিস্তৃত শাখায়।
জীবনের ব্যবধান আজ সময়ের তাগিদে, নিয়ে গেছে দৃষ্টির অন্তরাল,
মনের চোঁখে ঠিকই দেখি প্রতিদিন, হয়নি তো অন্তরের আড়াল।
বহুদিন পরেও আজও তাঁর স্নেহ-সোহাগ, অস্তিত্বের পরশ সত্তায় অনুভবে,
তাঁর বিশুদ্ধতার ভাবনায় কষ্ট ভুলি, সোনালী দিনের ভালবাসায় সেকি পাশেই তবে।
অনাদর, অবহেলায় তিক্ত এক কিশোরের জীবন, প্রতিটা বিকেল তখন হয়ে এলো মধুময়,
তোমার সেই ভালবাসার পরশ, এখনও নিত্য সঙ্গী আমার জীবনময়।
ভালবাসার ব্যস্ততা আমাদের রান্নাঘর, পড়ার টেবিল, আড্ডায় গল্প কবিতা ছন্দ জুড়ে,
কেটে গেছে জীবনের অনেকটা সময়, কখন হারালে তুমি গল্পের আঁধারে।
নিজেই আজ এখন এক গল্প তুমি, আমার মধুময় স্মৃতির পাতায়,
তাইতো মন ভালবাসার অবসরে, ব্যকুলতায় স্মৃতির পাতা হাতড়ায়।
অনুভবে কানে বাজে তোমার হাসিমুখে সে গানের সুর, 'তুমি আশিক, আমি প্রিয়া'
গাল বেয়ে লোনা জলে তোমার ছবি, কত বিকেল সাজিয়েছ তুমি আমাকে নিয়া।