যারা দেশের সার্বভৌম চেতনার বিরোধী,
যারা হত্যা ও সন্ত্রাস করে দেশকে দুর্বল করতে চায় নিরবধি।
সেই দেশ বিরোধী অশুভ শক্তিই এই নৃশংস ঘটনা ঘটিয়েছে!
দেশ মাতৃকা আর কত! অতিষ্ঠ হয়ে গেলাম গো মা জননী! অনেক তো হয়েছে।
গনতন্ত্রের যাত্রার শুরু থেকে, একের পর এক নৃশংস ঘটনায়,
বাংলার রাজনীতি রাজের সেই একই বুলি! পুরনো কাসুন্দি নতুন বোতলে চটকায়!
মুক্তি দেন গো মা! এই সব থেকে দেশটাকে এইবার মুক্তি দেন না!
দেশ আমার মা, শ্রদ্ধার শেষ সীমানা!
নদী মাতৃক বাংলার নদীর জল শুকিয়ে,
আজ জননীর চোখ উপচে পড়ে! কান্না বুক ফাটিয়ে।
কেউ কি জানে, এর কোথায় শেষ!
ভাল আছে আমার দেশ! কল্পনাতেই বেশ!