কাল স্কুলে রেজাল্ট,
                       লাগছে সবি ভেজাল।
হৃদকম্পটা বেড়ে গেছে,
                       মনটা ভয়ে খিঁচে!
আবোল তাবোল ভাবনা,
                        মনের পিছু ছাড়েনা।
কি করি, ব্যকুল,
                        সবকিছুই হচ্ছে ভুল।
মাঝেমাঝে বকছে মা,
                        আমি কিছুই শুনছিনা।
ভাবছি বসে মনেমনে,
                        রেজাল্ট পাবো কখনে।
ভাল হলে রেজাল্ট,
                        কেটে যাবে ভেজাল।
যদি খারাপ হয়!
                        মনে লাগে ভয়।
কাল কেন আসেনা,
                        কিছু ভাল লাগেনা।
পরীক্ষাটাই আসল মূল,
                        রেজাল্ট হলো গন্ডগোল।



*কবিতাটি আমি, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় লিখেছিলাম। তাই এটি একটি শিশু মনের ভাবনার প্রকাশ।