একটা সমৃদ্ধ ফুল বাগিচা, আমাদের বাংলা কবিতার আসর,
প্রতিদিন ফুটে কতো হরেক ফুল, কবিতার ফুলে কবিদের সাজানো বাসর।
ছন্দের উপমায়, জুঁই, চামেলী, ফুটে থাকে কত শত ফুলের কলি,
সারাদিন দেখে আর গন্ধ শুকে, কষ্টকে বুকে চেপে হাসিমুখে চলি।
কবিতার নামে নামে ফুটে থাকে ফুল, কবিদের যত্নে নেই কোন ভুল,
ঘাস ফুল হয়ে আমি সেথায়, হেলাতে আছি ফুটে কবিতায় মশগুল।
ভ্রমর পাঠক রূপে কবিদের ভালবাসা, বুলায় নজর কবিতায় নিয়ে শুভকামনা,
আজ আমার কবিতার রসদ নেই, তাই আসর নিয়ে এমনতর ভাবনা।
দামী হোক ভালবাসা কবিতার তরে, মনের কষ্ট সুখ মিশাবো এই আসরে,
আজ কোন কবিতা ধরা দেয়নি বুকে, এইটুকু লিখা থাক সকলের তরে।।