গ্রীষ্মের শুরুতে খাবো উত্তর বঙ্গের তরমুজ,
পত্রিকার পাতাতে কি লিখছে রোজ!
তরমুজের পানিতে নিখাদ বিষ! নিয়ে দেখি খোঁজ!!


মধুপুরের আনারস, রসে ভরা মধু,
কি করে খাবো, রসের মধু, ওরে যাদু!
প্যানোফিক্স, সুপার ফিক্স, ক্রপসফেয়ার বিষে পাকানো শুধু!!


খাবোই রসের ফল, দিনাজপুরের পাকা পাকা লিচু,
দামটা বেশ, একটু বেশী, খরচের ভয়ে মাথা তাই নিচু!
লাল মরিচের গুড়া, ইউরিয়া সারে ভাল রং! বলার আছে কিছু!!


কালো জামে মজেছে মন, লবন, মরিচে ভর্তা করে খাবো,
টসটসে কালো জামে, পচনরোধী ফরমালিন, জাম ফেলে ফিরে যাবো!
ক্যান্সার, পাক প্রদাহ, ফুসফুস সংক্রমণ, কিডনি, লিভার ধ্বংশ থেকে রক্ষা পাবো!!


ফলের রাজা রসাল আম, রাজশাহী থেকে আনি,
কেমিক্যাল নাকি গাছেই মিশে, বিষ্ময়ে চোখ ছানা ভরা, হাউ মাচ ফানি!
আজ আর কেনা হয়নি প্রিয় গ্রীষ্মের ফল, পড়ে আছে ফাঁকা, লাল ফলদানী!!


(আমি এসবসহ খেয়ে চলেছি হরদম!!! রাখে আল্লাহ, মারে কে!! লোভ সামলাতে পারিনাতো!!! আবার একদিন বাজারে যাবো, কি পেলাম, এসে জানাবো! আসরে, কেমন!!)