কবিতার সত্ত্বা আজ স্বাধীন, ভালবাসার প্রতিটি শব্দ অনির্বাণ!
বিরাট বড় স্বপ্ন দেখি, কবিতার স্বাপ্নীক জগতে ঘুরে ফিরে।
প্রতিটি স্বপ্ন আজ কবিতার ছন্দে, গানের সুর হয়ে বাজে,
মোজার্ট এর সিম্ফনি, আজ আমার কবিতা গীতের সুর ছন্দে!
কবিতার স্বপ্নে ডানা, মিনিটে হার্মিং বার্ড এর চাইতে বেশীবার ঝাপটায়।
কবিতার প্রসব আজ, সুপারসনিক গতিতে!


আমার কবিতা আজ, ডঃ মুঃ ইউনুসের এর লেকচারের অংশ,
আজ আমি নিশ্চিত, ইতিহাস এর অংশীদার।
অসম্ভব চিন্তার বাস্তবে রূপের ভাবনায়, আমার কবিতা!
কবিতার প্রতিটি বিবর্ণ বিকেল, অপার সম্ভাবনায় রঙ্গীন।


আজ আমার কবিতার ভাষা, পুষ্টিহীন!
বর্ণমালার শব্দে হারিয়ে যায়, অশুদ্ধ রোগের জীবানু।
কবিতার ছন্দে, অচিন ব্যধির বাসা।
উপমায় আজ ভর করেছে, দুষিত মনের আবেগ।
আজ আর আমি, কবিতা লিখতে পারবোনা।
আজ আমার ভাষা, মাগীখানায় মদ-মেয়ে নিয়ে ফুর্তিতে আছে!