বিকেল বেলায় একটি আড্ডা বসেছিল, ঢাকার বর্ধিত পল্লবীর আলো ঘরে,
কবিতার জন্যে ভালবাসা, প্রজন্মান্তরে বাংলা কবিতার কবিদের হাত ধরে।  
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত, সুফিয়া কামাল, জসীম উদ্দিন,
কবিতার পথে হেটে এসে, ক্লান্ত তারা আজ, আমাদের আড্ডায় নবীন প্রবীন।
প্রবল বাধা উপেক্ষা করে, আড্ডায় গেঁথেছি কবিতার কথায় মুক্তোর মুক্ত মালা,
সময়ের লাগাম টেনে ধরতে চাই, সময় ফুরোলেই যে ফিরবার বিরহের পালা।
আসরের প্রিয় কবি, হুমায়ূন ভাইয়ের ব্যস্ততা ছিল সীমাহীন, দেখার মতো বটে,
পলক ভাইয়ের গানের সুরে, আড্ডায় প্রাণ, কবিদের মনে আনন্দের ঢেউ উঠে।
আমাদের পিঁপড়ে কবি, স্নেহের সাগরে সাঁতার কাটে, নজরুলের বিদ্রোহ কাব্য পাঠে,
রিক্তা আড্ডায় চোখের মনি, মানুষ কবিতার মানবতার চিৎকারে, তাহার গলা ফাটে।
ডিজিটাল কবির কবিতা পাঠে, আসরের কবি মহিউদ্দিন হেলাল কতজনকে নিয়ে!
তাজুল ভাই, শওকত ভাই, আড্ডাটাকে জিইয়ে রাখেন, স্নেহের কোমল পরশ দিয়ে।



চলবে...আড্ডার বাকী কবিদের নিয়ে, আলো ঘর......।। সহিদ উল্লাহ ভাই এবং কার্টুনিষ্ট উন্মাদ আহসান হাবীবের কথা, আসছে পরবর্তী অংশগুলোতে।