আমি তোর কষ্ট রাতের, অতন্দ্র প্রহরী হতে চাই
প্রয়োজনে বলিস কিন্তু, নীরব ভীতির কারন নাই।
আমি তোর চরম শীতের রাতে, লেপ, তোষক কম্বল,
জড়িয়ে রাখিস নিবিড় মায়ায়, ঠাণ্ডায় গরম সম্বল।
আমি তোর রোদ বৃষ্টিতে, মোটা কালো কাপড়ে ছাতা,
মাথার উপর তুলে রাখিস, যতনে শরীর মাথা।
আমি তোর কান্নায় পিঁয়াজ হবো, ইন্ডিয়ান নয় দেশী,
কাঁদবি তখন আমার তরেই, চোখের জলে ভাসি।
আমি তোর মধুমাসে, রসে ভরা রসাল মিষ্টি ফল,
আমার সাথেই থাকবি'রে তুই, আমার সাথেই চল।