ঘাসের সবুজ বুকে হাসে ভোরের শিশির,
সকালটা মনে হয় পবিত্র কুমারী রমণী।
মৃদু সমীরণে জুড়ায় উত্তপ্ত শরীর মন!
বিরোধী মনের অনল ঘুমিয়ে পড়ে।
ফুলেরা হাসে আড়মোড়া ভেঙ্গে,
বুকের ছাতি ভরে নিই ভোরের বাতাস।
শরীরের আগ্নেয়গিরি আঁচ ছড়ানোর আগেই দপ করে নিভে যায়!
বাহ! কি সুন্দর ভোরের আকাশ,
পাখিদের স্বশব্দে উড়াউড়ি।
সূর্য্যের প্রাণের ছোঁয়ায় ব্যস্ত হয়ে উঠে দুনিয়া।
তুমিও ব্যস্ত হয়ে উঠো হয়তো!
ভরদুপুর আগুন ঢালে সূর্য,
কখনও মন খারাপে মেঘলা,
বৃষ্টি হয়ে কান্না!
বিকেল নামে, তোমায় ভাবি আমার খাঁটি সোনা।
ধুলি উড়া সন্ধ্যায় দু'চোখ বুজে তোমায় ভাবি,
রাত জাগা আকাশ ছুঁয়ে স্মৃতি হয়ে তুমি জড়াও আমাকে!
শামুকের মতো করে।