তোমার কি জানা আছে আমাদের সবুজ দেশ কী দিয়ে তৈরি!
মিথ্যে কথার শহরে সত্যের বাণী আজ বেদনার সুর।
পেশী শক্তির খেলায় কারা যেন মত্ত হয়ে উঠেছে আমাদের চারপাশে।
হয়তো তাঁরা আমাদের স্বাধীনতাকেও ছুঁয়ে ফেলবে অপবিত্র হাতে!
আজকাল অনেকেই দল বেঁধে স্লোগানে বলে যায় তাদের দেশপ্রেমের কথা!
ব্যানার, ফেস্টুনে লিখা থাকে তাদের দেশপ্রেমের ইতিকথা।
বলে যায় আমার স্বাধীনতার মিথ্যে ইতিহাস,
চরম ব্যর্থ আমরা আজ এইখানে!
ব্যর্থতা ও সফলতার জটিল হিসেব কষে দেখেছি,
নীলিমার মতো দেশকে ভালোবাসা হয়নি!
দেশপ্রেমের ইতিহাস নতুন করে সৃষ্টি করা, আমার সাধ্যে নেই।
অলীক দেশপ্রেম নর্দমার জলে হাবুডুবু খায়!
আর তাইতো দেশকে ভালোবাসা হয়না।
নদীতে ভেসে উঠা মানুষের লাশ দেখেছো তুমি!
যারমধ্যে শতভাগ সত্যি নিহিত!
এক রত্তিও মিথ্যে নেই।
হাঁটতে চাই সামনে দেশকে ভালোবেসেই,
পবিত্র সে ভালোবাসা।
সামনে দেখি সুতোয় বোনা এক মিথ্যের পরিমন্ডল।