তোমাকে বলা হয়নি জরুরি কথাটি,
আড়ালে কিংবা প্রকাশ্যে।
প্রস্তুতির কমতি ছিলো না,
প্রতিদিন রক্তাক্ত আবেগ সীমাহীন প্রস্তুতির বেদনায়,
আজও জানাতে পারিনি নিজের কথাটি,
আর তাই জানা হলোনা তোমার কথাও।
শেষ হলো না আমার মনের অস্থিরতার।
তোমার জন্যেই অশেষ পিয়াসী আমি,
বুকের ভিতরেও করে হা হুতাশ!
জমে আছে দীর্ঘশ্বাস,
আকুপাঁকু ভালোবাসা তোলপাড় করে।
পূর্ণতা পেতে চায়।
শাণিত আবেগ বক্ষ ঠোকরে কেড়ে নেয় ভালোবাসা।
আর কোন কথা নয়,
শুধুই নীরবতা,
প্রকৃতির ধ্বনিতেই আমার না বলা কথা।