জানি কবিতার সংখ্যায় কবির মান কিংবা কবিতার মানও বিচার্য নয়, তবুও এক একটা কবিতা একজন কবির কাছে চরম শ্রমের ফসল। আর তাই একজন কবিতার শ্রমিক হয়ে অন্যান্য শ্রমিকের ন্যায় কবিতার সংখ্যা আমার মগজ ঝরানো ফসল। সেই ফসলের পরিমান একটা মাইল ফলক স্পর্শ করলে আমি কবিতার শ্রমিক উল্লাসিত না হয়ে পারিনা । কবিতা শ্রমিকের কষ্টের উল্লাস। আজ আমার দুশো একের উল্লাস!