অকারণে আমি তোমায় দেই কতো জ্বালা,
কাজের মাঝে করি বিরক্ত।
আমার ক্ষুধার আশ্রয় তুমি,
ভাত মেখে মুখে তুলে দিতেই হবে।
গান শুনাবার বায়না,
ঘুম না এলে আমার চুলে তোমার হাত।
অহেতুক সীমাহীন অবুঝতা।
প্রথম খেলার সাথী আমার!
আমার অসুখে তুমি জেগেছো কতো রাত,
দেরীতে বাড়ী ফিরে দুশ্চিন্তায় ফেলেছি তোমায়।
অবাধ্য হয়ে দিয়েছি কতো কষ্ট,
আমার জন্যে বাবার বকুনি সয়েছ তুমি।
আমি নাকি শুধুই তোমার ছেলে!
তুমি নাকি শুধু আমারই মা।