বিশ্রামে বিশ্রামে বিধ্বস্ত ধনী লোকের বউ!
গায়ে দামী পোশাক, দামী জড়োয়া গয়না,
অল্প বয়সেই কেমন গেছে বুড়িয়ে,
মুখে কৃত্রিম হাসি ছড়িয়ে,
পার্টিতে আনন্দ বেচাকেনা করে।
অবসরে অবসরে অসুস্থ্য,
মেদ জমেছে শরীরে!
মধুর মাছিরা ভন ভন করে,
ব্যবসায়ী স্বামী ফিরে মাঝরাতে,
অপকর্ম ভোলার বোতল হাতে।
দামী দামী আসবাব!
এসি ঘরে, কিসের অভাব!
তবুও সুখ নেই,
সুখের ছিটেফোঁটাও নেই।
বুকে জমেছে দীর্ঘশ্বাস।
ক্লাব পার্টিতে, সোসাইটির বিশেষ দিনে,
ভেটকিয়ে হাসি মুখে!
করে তবুও, ভালো থাকার মিথ্যে উচ্ছ্বাস।