তুমি ভুল করে ফেলেছো,
জীবনের হিসেব কষতে।
মানুষই ভুল করে ফেলে,
কিন্তু অপছন্দ করে ভুলের পরিনাম।
বারুদ যখন জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়,
সবাই তখন সতর্ক হই।
ক্ষুদ্র বারুদের কণাগুলো মঙ্গল দ্বীপ জ্বালে,
অবলীলায় ভুলি বারুদের ভয়ংকর রূপ।
বিষ্ফোরণ ঘটলে একত্রিত হই।
কী এমন স্বার্থ আত্মভোলা করে রাখে আমাদের!