সজনী, একবার দেখে যাও তোমায় বিহনে কেমন আছি!
একবার বলে যেও সজনী, কেমন করে আমি বাঁচি।
ভালোবাসার বসন্তে, আমি ডুবে যাই কষ্টের মধ্যসাগরে,
তুমি কী পাষাণী! হয়তো আমিই পাষাণ পরাণ!
যেথায় যেমন থাকো, আমার বুকেই তুমি দীর্ঘশ্বাস!
মাঝরাতের স্মৃতির আকাশে দুঃস্বপ্ন!
গোধূলি বেলায় আমার ছায়ায় তুমি!
মুষল ধারার বৃষ্টি ছুঁলেই তুমি আমায় ধরে ফেলো!
প্রভাতের শুভ্র শিশিরে তুমি আমার চোখের জল,
চাতক আমি তোমার তরেই, তিয়াস প্রবল।