শারমিন, প্রাণের পড়শী!
জানিস! আজও আমি তোকে ভালোবাসি।
সেই পিয়াসী সময়ে,
তুই আমারই ছিলি,
যখন তখন ছুঁতে পারতাম তোকে!
চাইলেই এক পুকুরে সাঁতার।
তোর বেণী করা চুল খুলে খোঁপা করে দিতাম।
তোকে আমি পাগলের মতোই ভালোবাসতাম।
আমি তোকে হারিয়ে ফেলেছি,
কোথায় তোকে খুঁজি!
তোর নামে অস্ফুট চিৎকার করি।
তোর স্মৃতি বুকে জড়িয়ে ধরি!
কিশোরী তুই!
চাঁদের ঝকঝকে রুপালি আলোতে তোর মুখ,
প্রিয় জামা গোলাপী ফ্রক!


আর একবার তোকে দেখার অপেক্ষা আমার,
কিশোরীর রূপে তুই আয় শুধু একবার।