স্বর্গের পথে তোমারা যেতে চাও!
যাও,শখের স্বর্গ আমার জন্যে নয়।
কখনো হয়তো স্বর্গ সুধা চেয়েছি মাতাল পিয়াসে,
নারকীয়তায় স্বর্গ সুধা হয়েছে গরল।


কে কে স্বর্গে যেতে চাও!
যাও, তবে তোমাদের কাপুরুষের দলে আমায় ডেকো না।
তোমাদের সহযাত্রী আমাকে করো না,
স্বর্গের পুষ্প বাগান আমার জন্যে নয়।
বিধাতার দূত আমাকে ভালো করেই জানেন!
প্রতিবাদী পাপী!
বিধাতাকেও ছাড়েনি যে।
দেখলেই গলাধাক্কা দিয়ে নরকের আগুনে ছুঁড়ে ফেলবেন,
তাদের কাছে ঈশ্বর ভক্ত ভীতু কাপুরুষের মূল্য বেশী,
আর আমি নর জানোয়ার!
ভাগ্য বিলাসী বিধাতার অন্যায়ের প্রতিবাদ করি,
তাই নরকের অনল রশিতে আমার ফাঁসি।