খ্যাপা আমি ভেতরে ভেতরে ঠিক কতোটা!
তা যদি তোমাকে দেখাতে পারতাম।
তাহলে নিশ্চিত তুমি বাহিরের নারকেল খোলশ ভেঙ্গে ফেলতে!
আমার আকাশে উদয় হওয়া এক নারীর চাঁদ মুখ।
তাকে ঘিরেই আমার জীবন যৌবন আয়ু!
করুণায় আদ্র হয় না তবুও তাঁর মন।
তাকে আমি জানি অকৃত্রিম প্রেমময়ী,
নিজের ভেতরেই ছলনাময়ের দহন।
উদগ্রীব আমি তাকে করতে গ্রহণ,
ভেতরে ভেতরে আমি খ্যাপা একজন!