হৃদয়ে বাঁধিয়া তোমারই নাম,
নিজের ভুবন শূন্য করিয়া,
ভালোবাসা তোমার চরণে দিলাম।


গোপন মায়ায় রাখিও গাঁথিয়া,
তোমার অন্তরের কঠিন কোণে,
বলছি তোমারে, যেওনা চলিয়া।


কবিতার জগতের গোপন প্রাসাদে,
তুমি ফিরিয়া আসো আবার,
হে শাশ্বত কবিতার কাঁধে।


আমি পথ চেয়ে আছি,
রাজপথ বরাবর গলি মোড়,
জানি আসবেই কবিতার কাছাকাছি।


নাই বাধিঁবার কোন শিকল,
ভালোবাসি তবুও অধিকার বলে,
জীবনে মরণে অনন্ত অবিকল।


এপার ওপার ভালোবাসি আমি,
জাত ধর্মের দোহাই ভুলে,
অন্তরে দেবী প্রতিমা তুমি!