কাল অব্দি আমি তোমার কাছেই ছিলাম,
খুবই কাছে।
একটি বিষাক্ত নিঃশ্বাসে তুমি আমি ছিটকে গেলাম,
অনেক অনেক দূরে।
এইতো সেদিন নরম জোছনায় জেগে ছিলাম,
সারাটি রাত।
শুকতারা আর জোছনাময়ী চাঁদটাও ছিলো,
আমাদের সাথে।
দুজনে কথায় কথায় কতো স্বপ্নের জাল বুনেছি,
হাতে হাত রেখে।
আজ সেই দিনগুলি হারিয়ে গেছে স্মৃতি হয়ে,
আমাদের থেকে।
আজ তোমাকে ছাড়া অনেক দূরে কাটে আমার একাকী,
নির্ঘুম জোছনার রাত।