যেখানে সবকিছু এসে থেমে গেছে,
পথিকের পথের শেষ,
সকল সুন্দরের শেষ,
গ্রাস করেছে প্রবল ভয়,
সকল শেষে নিঃসঙ্গ আমি
বিহ্বল হয়ে জনপদের খোঁজ করি।


ফিরে আসার পথ কাঁটায় রুদ্ধ,
সমুদ্র গেছে শুকিয়ে,
আকাশটাও শুদ্ধ নয়,
ক্যাকটাসের আঘাতে ঝরে রক্ত,
সেই নিষ্প্রাণ পৃথিবীতে আমি
আবারো কলম ধরি অবুঝের মতো।


আমার কেউ নয় জগতের মাঝে,
কিছুই আমার নয়,
সবই দেখি নশ্বর,
ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকি,
জেনেও নোঙ্গর ফেলি আমি
অচেনা ভয়ানক এক মায়ার বন্দরে।