(এক)
বুক ফুলিয়ে হেঁটে চলে,
নেই কোন ভীতি।
ন্যায় থেকে থাকে দূরে,
বুলে ভুল নীতি।
বুঝবে লোকটা করে রাজনীতি,
মুষ্টিতে অন্যায় রীতি।


(দুই)
বড় বড় বুলি ছাড়ে,
আঙ্গুল উঁচু করে ধরে।
হাত নেড়ে দেয় সালাম,
সাথে লোকবল নিয়ে চলে,
বুঝবে লোকটা খাবি খায়
রাজনীতির নোংরা ঘোলা জলে।