কী শোভাময় সুন্দর ও মা তুমি!
তোমার তরে নিখাদ প্রেম, হে মাতৃভূমি।  
সবুজ শ্যামলে ছাওয়া তোমার অবুঝ বুক,
তোমার বুকে মরেও যেন পাবো স্বর্গের সুখ।
তোমার কষ্টের কথা মাগো কভু ভুলবোনা,
একাত্তরে তোমার বুকে আঁকা ছিলো রক্তের আল্পনা।
সেই তুমিই আমার বাংলা মা,
তোমার শোভায় আমার জীবন কল্পনা।
মা করছি শপথ তোমায় ছুঁয়ে,
সারা জীবন থাকবো আমি তোমার বুকে শুয়ে।
শিশির ভেজা রাত পেরিয়ে কুয়াশা শীতের ভোরে,
চিরদিন রাখবো মাগো, তোমায় হৃদয়জুড়ে।
ও মা বাংলা, তুমিই আমার মা,
জগৎ জুড়ে তোমার নেইকো তুলনা।