স্বাধীনতা, আর কতদূর তুমি!
আর কত রক্ত চাই তোমার!
ত্রিশ লাখ শহীদের রক্তেও মেটেনি তোমার পিয়াস!
একের পর এক তরুণ তাজা প্রাণ থেকে রক্ত শুষে নিচ্ছ তুমি।
কী ভয়ঙ্কর তোমার তিয়াস!
আর কতোবার দেখতে হবে এই রক্তের স্রোত!
হে স্বাধীনতা, কতোবার মেটাবো তোমার রক্ত তিয়াস!
তোমার জন্যে আর কতো মায়ের বুক হবে শূণ্য!
কতো বাবার স্বপ্ন করবে ধুলিস্মাৎ তুমি!
কত বোনের ইজ্জত আর কত ভাইয়ের রক্ত চাই তোমার!
হে স্বাধীনতা, তোমার তিয়াস মেটাতে মেটাতে বাংলা মায়ের চোখ আজ অশ্রুশূণ্য।
তাঁর চোখে আর জল ঝরে না!