কবিতার পটভূমি আজ নৃশংস,
কখনোই চাইনি নৃশংসতা হোক কবিতার অংশ।
পুড়ে যাওয়া মানুষের আহাজারি কবিতার ছন্দ,
নিজেকেই ধিক্কারে করছি গালমন্দ।
যন্ত্রণার দগ্ধতা কাতরায় মানবতা,
লোক দেখানো ফটোশ্যুট করে ভন্ড নেতা।
বিবেক আমার করছে দহন,
দগ্ধ পরাণে যায়না সহন।
আমার বিবেক তাদের দিলাম, শুভবুদ্ধির উদয় হোক,
দোহাই তোদের চরণ ধরি, মুক্তি চায় দেশের লোক।