একুশ তুমি মহা উল্লাস,
হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে,
চাওয়া পাওয়ার পবিত্র বিশ্বাস।
একুশ তুমি মহা উল্লাস,
ছেলের বুক রক্তে রঞ্জিত,
মাতৃ হৃদয়ের দীর্ঘ শ্বাস।
একুশ তুমি মহা উল্লাস,
মাথা নত না করার আনন্দ,
সুখের পরম নিঃশ্বাস।
একুশ তুমি মহা উল্লাস,
রক্ত পিপাসু ঘাতকের,
শোষন আর বঞ্চনার উপহাস।
একুশ তুমি মহা উল্লাস,
অরুণ, বরুণ, তরুণ মনের চির কাংখিত,
নব জীবনের আশ্বাস।