আপনারা সব তামাশাই বোঝেন,
শুধু শুধু ন্যাকা করেন।
শত্রু যেন শুধুই আমজনতা,
মিত্রতার আপন বন্ধনে ক্ষমতার গদি,
অন্তত একটিবার ভাবেন ভবিষ্যত সন্তানের কথা,
কিছু করতে পারেন যদি।
সংকট সমাধান কঠিন কাজ,
আপনারা মনটা চান বিদেশের শুধু,
তোষামোদে সাজেন বধূ,
ক্ষমতা আঁকড়ে ধরে,
আর ক্ষমতার সহজ রাস্তা খোঁড়ে,
নগ্ন সাজে ঘোমটা টানেন,
বিশ্ব বেহায়া আপনাদের কাছে হার মানেন।
ঘুমের মাঝে মানুষ পুড়ে কয়লা,
নোংরা মনে আপনাদের আর কত্তো ময়লা।
এসব তামাশা আপনারাই করেন,
শক্ত হাতে ক্ষমতার লাগাম ধরেন,
অসহায় মানুষগুলো বেহুদা মরেন।
শত্রু শত্রু খেলার নিশানা আমজনতা
শিলে পাটায় মরিচ বাটা।