বর্ণমালার অমর কীর্তি
শহীদ স্মৃতি।
বায়ান্নরই রক্তে রাঙা
করুণ গীতি।
ভাই হারানো শোক
মায়ের কান্না।
অগ্নিরঙে শিমুল পলাশ
সুখের বন্যা।
উদাস মনে ইচ্ছেমতো
ফাগুণের খেলা।
স্মৃতিজুড়ে হারিয়ে যাওয়া
ছোট্ট কিশোরবেলা।
বাবার কঠিন শাসন
উচ্চস্বরে আদর।
মনাকাশে মুক্ত ঘুড়ি
মায়ার চাদর।
ভাইয়ের শক্ত হাতে
প্রতিবাদ হাতিয়ার।
রক্তে কেনা ভাষা
একুশ অধিকার।