আমি কবিতায় দিতে চাই শুভ বার্তা,
চাই অসুচী অপকর্মের পাহাড় ভেঙ্গে ফেলতে,
দুটো মানুষের মনে পবিত্রতার সুখ বয়ে আনতে।
বহমান হাজারো চড়াই উৎড়াই পেরোনো
ব্যস্ততার জীবনে ভালোবাসার পরশ বুলাতে।
হতাশার সাগরে ভাসা মানুষের বুকে
আশার স্পন্দন হবে আমার কবিতা,
এমনই দুর্নিবার আকাঙখা পেয়ে বসেছে আমাকে।


কালের অনন্ত প্রবাহে আমার কবিতা মুছে দিবে
মানুষের মনের হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা।
আত্মসংযমে আসবে পরোপকারীতার মোহ,
আমার কবিতায় বিলীন আমি বিলিয়ে দিবো আমাকে,
কারও না কারও ভালোবাসায় সিক্ত হবো প্রতিদিন।
বয়ে চলা এই জগতটা হবে
আমার কবিতার নির্মল প্রেক্ষাপট হবে,
প্রতিটা আগামীকাল শুভ বার্তা নিয়ে আসবে আমার কবিতায়।