যে জীবনের ছন্দ হারিয়ে ফেলেছি
তা দিয়ে কী আর কবিতা হয়!
ক্ষয়ে যাওয়া ভাষায় আবেগ কোথায়!
সেখানে শব্দ খুঁজে ফেরা বৃথা।
পৃথিবীতে জমাট হতাশা আমার জন্যে,
নির্জন রাত্রিতে আকাশের চাঁঁদ তারায়,
প্রেয়সীর মুখের হাসি, চুলের ঢেউয়ে
চোখের দিকে তাকিয়ে স্বর্গ দেখতে পাই না।
চারপাশে মৃত্যুর ভয়ঙ্কর রূপ,
ঘরে কৃত্রিম সুখী হবার নাটকের নায়ক আমি।
ক্ষমা করো বন্ধু,
আমার কবিতায় আবেগ নেই।
চেয়ে দেখ হৃদয়ের রক্তক্ষরণ,
অশ্রুর প্রতিবিম্ব।