দুঃস্বপ্নের সিঁড়ি বেয়ে চলেছে ঘূর্ণির মহাসংকট,
নির্জন রাত্রির গূঢ় অন্ধকারে আতঙ্ক তাড়া করে।
জেগে থাকা প্রতি চোখে অস্থিরতা,
কখন শেষ হবে উৎকণ্ঠার পথ চলা।
অলৌকিক মায়ার স্নিগ্ধ পবিত্র ভোর,
উচ্চ রক্তচাপ সঠিক অনুপাতে স্থির!
সেই ঘোরে নিরবধি ছুটে চলা,
রক্ত স্রোতের মহাসংকটের কষ্ট তাড়া করে।
দুঃস্বপ্নে কাটে প্রতিটা দিন,
ছুটে চলা মুক্তির উল্লাসের খুঁজে।
অহংকার ভেদাভেদ ভুলে,
সফেদ শান্তির আহবান দেখবো।
আসবে এমনই এক ভোর,
নীরবে নিঃশব্দে সময়ের স্রোতে ভেসে।
মুক্তির মন্ত্রে জাগবে প্রতিটি প্রাণ,
দুঃস্বপ্নের ধূলি এক ঝটকায় উড়িয়ে ফুৎকারে।