একাকীত্ব কী ভয়ংকর হয়!
জ্বালায় পোড়ায় কিন্তু প্রাণে মারেনা।
কুরে কুরে খায়,
অথচ শরীরে, রক্তে কোন চিহ্ন রাখে না!
ওহ! কী যে যন্ত্রণার সেই কষ্ট।


ভেতরটা জ্বলে, পুড়ে ছাই!
ছাই থেকেই কষ্টের আরও পরিপুষ্ট জন্ম।
ভেতরে ভেতরে রক্তক্ষরণ, ধ্বংস হয়ে যাওয়া,
কেউ বুঝবে না।
দিব্যি ভালোই বেঁচে আছিতো!