এখন আর বিস্মিত হই না,
ভাবনা থামিয়ে দিয়েছি!
দ্রোহের সুর গিয়েছে থেমে,
প্রবল আতংক গ্রাস করেছে।
অনিয়ম আর কলুষিত বিশুদ্ধতা,
দিনের শেষে আমি -
হারিয়ে ফেলা পথের খোঁজে,
ফিরে আসার পথ যেখানে!
দেখি চোরা কাঁটায় রুদ্ধ!
শুকিয়ে গেছে সমুদ্রের জল!
আকাশটাও শুদ্ধ নয়,
নিষ্প্রাণ ক্যাকটাস দুনিয়াতে আমি!
আবারও কলম ধরি -
অবুঝ আমি!
ধ্বংস হবো জানি,
তবুও সে পথেই আমি!