কুড়ালের মতো ধারালো রোদে পুড়ছে শহর!
তখনো আমার মনে জোসনার আলো!
যে কেউ শুনলে পাগল ঠাউরাবে!
কি করে বলি অর্ধ যুগ পরে কথা হলো তাঁর সাথে!
কবিতার ছন্দ আজ তুচ্ছ!
মনের ঘরে রুমঝুম নাচ!
কষ্টকে কচুরিপানার মতো দু'হাতে সরিয়ে এগিয়ে চলেছি,
একদিনের জন্যে হলেও আমার সেইদিন ফিরে এসেছে!
ফিরে এসেছে সেও!
প্রচণ্ড আবেগে অভিমান গলে যায় মোমের মতো!
জেগে উঠা পুরনো প্রেমের আঁচে!
মৃত প্রেম একদিনের তরে উঠেছে বেঁচে।