তোমার জলে আমার,
আমার জলে তোমার,
হোক তৃপ্তির স্নান।
আজ সব একাকার হয়ে যাক,
শুধু কান্না হোক চার চোখে অবিরাম।
তপ্ত জলে বাজুক শুদ্ধতার সুর,
উল্টে পাল্টে কিম্ভূত আয়োজনে।
জলে ভাসুক বিশ্রাম!
এ শুধু জলের রাত,
আমরা মাতি না সঙ্গম লিপ্সায়,
বাঁধ ভেঙ্গে অকস্মাৎ পাহাড়ী ঢল!
দু'কূল ভাসায়!
টের পাও, মহুয়া সুন্দরী?