কপালে ছোট লাল টিপ,
নাকে নাকফুল,
নাকের বাঁশিতে নথ।
গলায় চিকন সোনার মালা,
পরনে কমলা রং শাড়ী,
বধূ যায় চড়ে গরুর গাড়ী,
ছাউনির ভিতর থেকে তাকিয়ে
ফেলে আসা দিনে।
পথের দু 'ধারে ফুলে ফুলে ভরা
কলমির ঝোপ।