উঠতি যৌবনে পশু হতে চেয়েছিলাম! (পশুদের খোলামেলা যৌন মিলন দেখে, নিজেকে সামলাতে না পেরে)
আরও স্পষ্ট করে বললে কার্তিক মাসের কুকুরই!
সরাসরি বন্য না হতে পারার আক্ষেপ! (গৃহপালিতদের বেঁধে নিয়ন্ত্রণ করা হয়, ওদের ব্যপারটা অধিক সহজতর বলে)
ইচ্ছেটা এখন অবদমিত।
তবুও মানুষ হতে পারিনি,
কেননা আমি এখনও পুরুষ!
কোন এক নারীর প্রেমিকরূপী পশুই!
স্বামীরূপী বন্যই!
মানুষ হতে মনুষ্যত্ব লাগে,
আমাদের মনুষ্যত্ব কই!
শুধু মানুষ সেজে রই।