মনে মনে বহুবার বলেছি, ক্ষমাই পরম ধর্ম।
আমি হতে চেয়েছি ক্ষমাশীল, নিঃস্বার্থ মানুষ,
কিন্তু হতে পারিনি, আজও নয়।  
তবুও আমিই মহান মানুষ!


মনে মনে বহুবার বলেছি, রাগ সবচে বড় শত্রু।
আমি হতে চেয়েছি ত্যাগি, অহিংস মানব,
উন্মুক্ত জ্ঞানের দুয়ার এখনও রুদ্ধ।
তবুও আমিই কারও আদর্শ!


বহুবার মনে মনে বলেছি, পরিণত হও আচরণে।
আমি হতে চেয়েছি, স্রোতের বিপরীতে চলা একজন,
আবারও বেমালুম অন্ধকার ভর করেছে মস্তিষ্কে।
তবুও আমিই সাধু চিন্তার পুরুষ!