অনুভূতিরা পরিপক্ক হয়ে আমাকে আমাতেই সমাহিত করছে!
কষ্টের ক্ষতে ভিতরে ভিতরে কত যে রক্ত ঝরছে!


নিয়ত বদলে যাচ্ছি আমার আমি!
মরে যাচ্ছে সেই সেদিনের সরল আশিক-পাগলামী!


আফসোস! কান্দে মন আবেগে!
নিজেকে হারানোর বিরহ জাগে।


নিয়ত শিখে চলেছি জাগতিক নিয়মে,
অনুভবে প্রয়োজন শিক্ষাটা মর্মে মর্মে।