তোমার কি মনে পড়ে!
রক্তিম সূর্য অস্ত যেত চবি সেনট্রাল মাঠের পাহাড় ঘেঁষা পশ্চিমাকাশে।
পুরনো শামসুন্নাহারে আমার নিত্য যাওয়া আসা,
অকারণ অভিমান বাড়িয়েছে প্রেম।  


নীড়ে ফেরা পাখিরা উড়ে যেত,
তুমি আর আমি পাশাপাশি তখনও!
আকুল আবেদন চোখে মুখে,
দিনের শেষে বিদায় বেলায়।


ল' ফ্যাকাল্টির সেই পুরনো ঝুপড়ী,
সেখানে, যেখানে দেদারসে আড্ডা চলত।
মুড়ি তেলেভাজার সাথে,
পাল্লা দিতো নিষ্পাপ নিষ্কলুষ আমাদের প্রেম।


তোমার কী এসব কিছুই মনে পড়ে না!
আর আমাকেও!
নীড়ে ফেরা সন্ধ্যায় শত ব্যস্ততার ফাঁকে,
অবসরে কখনো সখনো।