ওদের দেখো কইতরী, কী ধীর পদক্ষেপে,
চাঁদের আলোর মতো নরম গতিতে,
বিক্ষিপ্ত দেহ অভিসারের কামনার রেখাগুলি বয়ে বেড়াচ্ছে!
স্তন তাঁর নিম্ন পাঁজরার কাছে চর্বি বাড়িয়েছে।
কী অদ্ভুত উরুদ্বয়!
তবুও যেন সবকিছু স্বাভাবিক!


ভদ্রলোকের কাম অঙ্গের সুরা দন্ডটি নিস্তেজ প্রায়,
তবুও রুচিহীন নয়।
ক্ষমতার আস্থা ও অর্থের ব্যবহারে নারীর মান নষ্ট করে চলেছে প্রতিনিয়ত,
অন্বেষণে ব্যাপৃৃতা নিত্য নতুন দেহাভিমুখী,
উন্মাদনায় বারবার ফিরে পেতে চায় আদিম অমৃত,
নিদারুণ বৈভবে ... সুকৌশলে।