কইতরী কথন - ৬
কইতরী, তোমার সাথে আমার বড্ড অমিল,
তাই মনে এঁটে দিলাম খিল।
সিন্দুকে যত্নে বন্দী করলাম মায়ার হৃদয়খানি,
নেই ভালোবাসা এক তিল।


কইতরী কথন - ৭
কইতরী, আমি এখন একেবারে বিচ্ছিন্ন তোমার কাছ থেকে,
তোমাতে আমাতে যাই হয়েছে, সবটাই আমার একতরফা মায়া।
আমাকে তুমি কোথাও রাখোনা, কিভাবে যেন ছেঁটে ফেলেছো,
আমি তোমার ভুলেও নেই, ফিসফিসিয়ে জানালো তোমারই ছায়া।


কইতরী কথন - ৮
কইতরী, তুমি কিংবা তোমাদের চাওয়া জুড়ে শুধুই ভালো মানুষ,
কখনো কি ভেবেছো, তুমি কিংবা তোমরা কতটা ভালো?
মিথ্যে মায়ার বেড়াজালে বন্দী করো সুকৌশলে শিকারীর মতো,
আঁধারের সুযোগে লালসা মিটাও, দেখিয়ে কিসের আলো?


কইতরী কথন - ৯
কইতরী, ভালো বলে জানি যাদের,
তারাই যদি মন্দ হয়!
সহমতে জাবর কাটা প্রেমটা তখন,
দ্বন্দ্ব সুরে কথা কয়!


কইতরী কথন - ১০
কইতরী,কান চুলকালেই ক্ষণিকের জন্যে,
সব কষ্ট ভুলে যাই!
গোটাকতক কটন বাট হাতে গুঁজে দিয়ে,
দিয়ে যাও ওই কষ্টটাই।
সবিনয়ে পাশে রাখার আর্তি জানাই,
দারুণ করুণ চাওয়া জীবনে একটাই।