আঁচলে বেহেস্তের বাতাস ধরে রাখা অর্ধাঙ্গী থেকেও,
যে মানুষটা চরম একা!
তাঁর আসলে এক জীবনে কিইবা পাওয়ার আছে?
এমনই শুধোচ্ছি যখন, নিজেকে নিজে,
আর দীর্ঘশ্বাসে উচ্চারিত, হায় দয়াল!
ঠিক তখনই ঘরের দেয়ালে ঝুলে থাকা টিকটিকি টিকটিক করে বললো -
পুড়বে পুরো আয়ু মোমের ভিতরে থাকা সুতাটার মতো।
পুড়ে গিয়ে ছাই হবে, পুড়বেনা জ্ঞাত পাপ!
সাক্ষ্য দিবে, ঘরের দেয়ালে ঝুলে থাকা টিকটিকি,
অন্যায় ছিলো, ঠিকঠিক,
পাপ ছিলো, টিকটিক!